মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতার, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি সৈয়দ মো: আতহার (৬০) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে…রাজেউন)। শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামে তার নিজ বাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকেল প্রথম জানাযা বর্ষিজুড়া গ্রামে, ২য় জানাযা মৌলভীবাজার প্রেসক্লাবে, ৩য় জানাযা তার গ্রমেরবাড়ী বালীকান্দিতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারন সম্পাদক এস এম উমেদ আলী বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
