শ্যামলবাংলা ডেস্ক : মিশরে সাবেক একনায়ক হোসনি মুবারকের পতনের ৩ বছর পূর্তির দিনে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কায়রোসহ সারাদেশে আরও অন্তত: আড়াইশো’ জন আহত হয়েছেন। ২১৬ জানুয়ারী রবিবার এক বিবৃতিতে ওইসব তথ্য জানিয়েছে দেশটির স্বাস্ব্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের তৃতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘের্ষ জড়িয়ে পড়ে। এদিন নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুতকারী সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসির সমর্থক হাজার হাজার মানুষ কায়রোর রাস্তায় মিছিল করে। অপরদিকে, মুরসির সমর্থকরা সেনা সমর্থিত অন্তর্র্বতী সরকারের বিরোধিতা করে মিছিল বের করে।মুরসি সমর্থকরা মুবারক বিরোধী গণঅভ্যুত্থানের কেন্দ্র কায়রোর তাহরির স্কয়ারে দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আহত হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
