নওগাঁ সংবাদদাতা : নওগাঁর মান্দায় ৫শ’ বোতল ফেন্সিডিলসহ ৫ যুবককে আটক করেছে থানা পুলিশ। ২৬ জানুয়ারী রবিবার দুপুরে উপজেলার চৌবাড়িয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
মান্দা থানার ওসি আব্দুলাহেল বাকী জানান, থানার এসআই শহীদুর ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার চৌবাড়িয়া বাজার এলাকায় একটি গরু বোঝাই ভুটভুটি আটক করলে সেখানে ফেন্সিডিলের বোতলগুলো পাওয়া যায়। ভুটভুটির ৫ যাত্রীকে আটক করা হয় ও ভুটভুটিটি জব্দ করা হয়। এরা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম (২৫), এমাজ উদ্দিনের ছেলে একরামুল হক (২৬), জাহের উদ্দিনের ছেলে তায়েজ উদ্দিন (৩০), মির্জাপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে সেন্টু (২৮) ও নাচোল উপজেলার খেসবা এলাকার কেতাব উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৫)। পুলিশ জানায়, ফেন্সিডিলের চালানটি শিবগঞ্জের কানসাট বাজার থেকে ঢাকায় নেয়ার জন্য আনা হচ্ছিল। এব্যাপারে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।