চুয়াডাঙ্গা প্রতিনিধি : তারা হাজার হাজার মানুষ হত্যা করলো, শত শত বাড়ি পুুড়িয়ে দিলো, নারী নির্যাতন করলো,এর জবাবাদিহিতা তারা কিভাবে করবে? তারা যদি নির্বাচনেই আসবে তবে তাহলে কেন তারা বিগত নির্বাচনকে প্রতিহত করার নামে অবরোধ হরতালের নামে এত লোক হতাহত করলো তার জবাবদিহিতা অবশ্যই তাদের করতে হবে।” উপরোক্ত কথাগুলো বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রি আমির হোসেন আমু।
তিনি আরও বলেন, দমন পীড়ন সরকার করছে কার উপরে? যারা সংখ্যা লঘু সম্প্রদায়সহ এ দেশের নিরীহ নাগরিকদের ঘরে অগ্নিসংযোগ করছে, সরকার নির্যাতন করছে তাদের উপরে যারা পুলিশ বিজিবিকে হত্যা করছে, সরকার নির্যাতন করছে তাদের উপরে যারা নিরিহ মানুষকে হত্যা করছে, গান পাউডার দিয়ে ঘুমন্ত মানুষকে অগ্নিদগ্ধ করে হত্যা করছে, তাদের উপরে সরকার দমন ও নিপিড়ন করছে । এখন এই দায় দায়িত্বগুলা তারা যদি পরিস্কার ভাবে স্বীকার করে তবে নিশ্চই তাদের উপর দমন পীড়ন করা হচ্ছে।
শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার দর্শনা কেরু এÐ কোম্পানী লিঃ’র অতিথি শালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী উক্ত কথাগুলো বলেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর প্রমুখ। এর আগে মন্ত্রী বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গায় এসে পৌছান। পরে তিনি চিনি শিল্প কারখানা কেরু এ্যাÐ কোম্পানীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
বেলা সাড়ে ৪টায় কেরু মাঠে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী আমির হোসেন আমু।