কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ২৬ জানুৃয়ারী রবিবার সকাল ১০ টার সময় বন্দরের কাস্টমস, সিএন্ডএফ ও ব্যবসায়ী কর্মকর্তা-কর্মচারিদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মাহবুবুজ্জামান এর সভাপতিত্বে কাস্টমস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা ( এমপি )। সহকারী কমিশনার রিজভি আহম্মেদ, যশোর চেম্বার অব কমার্সের প্রতিনিধি মুসা মাহমুদ ও রাজস্ব বোর্ডের সদস্য ( শুল্ক ও ভ্যাট প্রশাসন ) হুসেইন আহমেদ প্রমুখ।