বাবুগঞ্জ (বারশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ ডিগ্রি কলেজের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ টিপু সুলতানকে গনসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভনিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৩আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ টিপু সুলতান,সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মেদ,বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আঃ মোতালেব হাওলাদার,আ’লীগের সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন,ঢাকা পল্টন থানা আ’লীগের সহ-সভাপতি এনামূল হক আবুল,নূরমোহাম্মদ।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কলেজের অধ্যক্ষ আ,ক,ম মিজানূর রহমান,কৃষকলীগের সাধারন সম্পাদক জাহিদুর রহমান সিকদার প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান খালেদা ওহাব,মাসুদ করিম লাভু,মাসুদ আহম্মেদ,আঃ মতিন হাওলাদার,গোলাম কিবরিয়া,কলেজের উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন,অধ্যাপক শাহআলম,অধ্যাপক গোলাম হোসেন,গোলাম সরোয়ার রাশেদ,মোঃ আলা হোসেন,দুলাল কৃজ্ঞ অধিকারী।সংবর্ধনা সভায় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বাবুগঞ্জ ডিগ্রি কলেজে একটি হোস্টেল নির্মান করার প্রতিশ্র“তি দেন এবং পর্যায় ক্রমে বাবুগঞ্জ ডিগ্রি কলেজকে সরকারী করার আশ্বাস দেন।এ ছাড়াও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ টিপু সুলতানকে বাবুগঞ্জ উপজেলা শ্রমীকলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন শ্রমীকলীগের সভাপতি শাখাওয়াত হোসেন নিখিল,সাধারন সম্পাদক তাওহীদ হোসেন,কাজী মন্টু প্রমূখ।যুব মহিলালীগের সভানেত্রী সালমা বিনতে হেলালের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।