পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ার মগনামা থেকে একটি লবণ বোঝাই ট্রলার চট্টগ্রামে যাওয়ার পথে হাট খালী নামক এলাকার অদূরে সাগরে ডুবে পানির নীচে তলিয়ে গেছে। ২৬ জানুয়ারী রবিবার ভোরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মগনামা পেকুয়ার চর এলাকার মাহমুদুল করিমের মালীকানাধীন একটি লবণ বোঝাই ট্রলার হাবিব উল্লাহ মাঝির তত্বাবধানে আরো ৪ জন শ্রমিক সহ চ্টগ্রাম মাঝির ঘাট এলাকায় যাওয়ার পথে বঙ্গোপসাগরের হাটখালী নামক জায়গায় পৌছা মাত্র হঠাৎ সাগরের ডেউয়ে আঘাতে পানির নীচে তলিয়ে যায়। এসময় মাঝি ও লবণ শ্রমিকরা সাতারিয়ে অন্য ট্রলারে উঠে রক্ষা পেলেও ৯৬০ মন লবণ সহ ট্রলারটি সাগর গর্ভে ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত একটি স্পীট বোট ও দুটি ট্রলারে করে প্রায় ২০ জন লোক বঙ্গোপসাগরের বিভিন্ন উদ্ধার সরঞ্জাম দিয়ে তল্লাশি চালাচ্ছে। স্থানীয়রা মনে করেন, ্ট্রলার ডুবিতে প্রায় ২৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।