পিরোজপুর প্রতিনিধি : যৌতুক লোভী স্বামীর অত্যাচারে গৃহবধূ হত্যার বিচারের দাবীতে রোববার সকালে আদালত অঙ্গন ও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

জানা যায়, সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের মোঃ মোতালেব হাওলাদারের মেয়ে মুর্শিদা খানমের বিয়ে হয় একই ইউনিয়নের যৌতুক লোভী মাসুম মাতুব্বরের সঙ্গে। বিয়ের পর মাসুম মাতব্বর ব্যবসা করার জন্য মোর্শেদাকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। মোর্শেদা এসব কথা তার পরিবারকে জানালে বাবা মোজাম্মেল হাওলাদার জামাইকে ব্যবসা করার জন্য ৪০ হাজার টাকা ও মোর্শেদার মামা একটি কম্পিউটার কিনে দেন। এতে লোভী মাসুম ও তার পরিবারের মন ভরেনি। গত শুক্রবার আবারও টাকা ও ফার্নিচার আনার জন্য গৃহবধূ মোর্শেদাকে বাপের বাড়ি পাঠায়। মোর্শেদার ফিরতে দেরি হলে বিকালে মাসুমের ভাই মুন্না মাতব্বর তাকে নিয়ে আসে। পরে রাত ১টার দিকে মাসুম মোর্শেদার মা রোকসোনা বেগমকে ফোন করে হুমকি দিয়ে বলে আপনি আপনার মেয়েকে খালি হাতে পাঠালেন কেন ৫ মিনিটের মধ্যে তাকে ফেরত না নিলে মেরে ফেলব। গত ১৭ জানুয়ারী স্ত্রী মোর্শেদাকে শারীরিক নির্যাতন চালালে গুরুতর অসুস্থ অবস্থায় মোর্শেদার মা রেকসোনা বেগম শ্বশুর বাড়ি থেকে মেয়েকে সদর হাসপাতালে এনে ভর্তি করে। একই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
