ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পরিবেশ ও বনমন্ত্রী জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নৈরাজ্যের পথে নয়, ষড়যন্ত্রের মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। তিনি ২৫ জানুয়ারী শনিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জাতীয় পার্টি (জেপি) আয়োজিত সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে ওই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমাদের সম্মুখে এগিয়ে যেতে হবে একদল আরএক দলকে নিঃচ্ছিন্ন করার চিন্তা করলে আমারা এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবনা। তিনি স¤প্রদায়িক দাঙ্গা না করার আহবান জানান। উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা গোলাম সারওয়ার জোমাদ্দার, উপজেলা আ.লীগের আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার,ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহামান টুলু, শফিকুল কবির বাবুল, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফায়জুর রশিদ খসরু, লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আ.লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, সমাজ সেবক আবুল কালাম পোদ্দার,আবুল খায়ের লাকি জোমাদ্দার,ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,শিক্ষক নেতা অধ্যক্ষ আবুল বশার বাদশা,অধ্যক্ষ আবু কাওসার, যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, যুব সংহতি নেতা বাদল সিকদার, মো. জামাল উদ্দীন, মিটুল মলিক, ছাত্রসমাজ সভাপতি মোস্তফা সিকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ছাত্রলীগ সভাপতি এহসাম হাওলাদার, ছাত্রসমাজ নেতা রাহাত জোমাদ্দার, শিক্ষক ওমর ফারুক প্রমূখ। সমাবেশে আওয়ামীলীগ, জাতীয় পার্টি জেপি ছাড়া, জনপ্রতিনিধি. শিক্ষক,সরকারি কর্মকর্তা কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী হওয়ার পরে এ প্রথম ভান্ডারিয়া আসায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিকে শুক্রবার রাতে নির্মানাধীন থানা শিশু পার্ক কমিটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথির বক্তৃতা করেন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। এসময় পিরোজপুর জেলা প্রশাসক শামীমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার এস, এম আক্তারুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
