চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ডাকাতদের ছোড়া বোমার বিষ্ফোরণে চারজন আহত হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার রাত তিনটায় ওই ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন- গঙ্গা (৪০), স্বপন হালদার (৩৫), নারান (৫০) ও দিরবল (৩৭)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সদর উপজেলার সরোজগঞ্জ পশুভান্ডারদোয়া গ্রামের কৃষ্ণ হালদারের ছেলে গঙ্গা, দিরবল মাদাই হালদারের ছেলে স্বপন, রবিঘোষের ছেলে নারানের বাড়িতে ১০-১২ জন ডাকাতদল হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ লুট করে নিয়ে যাওয়ার সময় বাড়ির সদস্যরা চিৎকার দিলে তারা চারটি বোমার বিষ্ফোরণ ঘটায়। এতে গঙ্গা, স্বপন, নারান ও দিরবল গুরুতর আহত হয়।
সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।