অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক স্থানে গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটায় বাস উল্টে গিয়ে কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভতির্ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, ফরিদুপর আটরশি মাজারের বার্ষিক ওরশ শরীফে যোগদানের উদ্দেশ্যে বরগুনা সদর থেকে গতকাল রোববার সকালে একটি বাস ছেড়ে আসে। বিকেল সাড়ে তিনটায় প্রায় ৬৫ জন যাত্রীবাহী বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক স্থানে পৌঁছুলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পরে যায়। এসময় কমপক্ষে ৩৫জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ইমন (৯), কবির হোসেন (৩০), অলিউল¬াহ (২০), সানু সিকদার (৬০) এবং চুন্নু (৫৫) কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সালাম (৪০), আলম (৪৫), রেজাউল (১০), সবুজ জমাদ্দার (৩৬) ও আ. মালেক (৩৫) কে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছ্।ে
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় আহত ৩৫
জামায়াত-শিবিরের সকল কর্মকান্ড নিষিদ্ধ, দেশব্যাপী সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নারকীয় হামলা ও নির্যাতনকারীদের গ্রেফতারপূর্বক সর্Ÿোচ্চ শাস্তির দাবিতে গতকাল রোববার সকালে বরিশালের গৌরনদীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত পরিষদ উপজেলা কমিটির উদ্যোগে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের উপজেলা কমিটির সহ-সভাপতি লিটন চন্দ্র ঋষি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলিত পরিষদের বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গৌরনদী উপজেলা সভাপতি বিনয় চন্দ্র ঋষি। বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিপন চন্দ্র ঋষি, সহ-সম্পাদক নেপাল ঋষি, সাংগঠনিক সম্পাদক বলরাম ঋষি, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা বেগম প্রমুখ।
আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার সকালে উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে উদ্বোধনী সভার প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইউসুফ মোল্লা, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা ড. নীলকান্ত বেপারী, রুস্তুম সেরনিয়াবাত, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। পরে ক্রীড়া প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক তপন সমদ্দার।