কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৮জন আওয়ামীলীগের ও ২জন বিএনপি’র প্রার্থী রয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোঃ শাহীন হোসেনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন শনিবার (২৫ জানুয়ারি) চেয়ারম্যান পদে কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কালিয়া প্রেসক্লাব সম্পাদক দৈনিক যুগান্তর’র প্রতিনিধি মোঃ শাহীদুল ইসলাম শাহী, নড়াইল জেলা কৃষকলীগ সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ এস, এম, আবু সাঈদ, বর্তমান উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান (অছি), কালিয়া থানা আওয়ামীলীগ সভাপতি মোল্যা ইমদাদুল হক, নড়াগাতী থানা আওয়ামীলীগ সভাপতি মোঃ মফিজুল হক (হাজী মফিজ), সাধারণ সম্পাদক এস, এম, খাজা নাজিমুদ্দিন, ভিয়েনা (অষ্ট্রিয়া) আওয়ামীলীগ সভাপতি আশরাফুল বারী মিহির, কলাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগনেতা মোঃ মাহমুদুল হাসান কয়েস, কালিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শেখ নওয়াব-উল-আলম ও নড়াগাতী থানা যুবদল সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান মিঠু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদুল হক লিকু, আ’লীগনেতা মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, তারা মিয়া সরদার, শামিমুর রহমান শান্ত, ও মোঃ জাকারিয়া। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার ও মিসেস জোহরা খানম মনোনয়নপত্র জমা দিয়েছেন।