কলারোয়ায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সীমান্ত বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। পৌরসভাধীন ঝিকরায় সমিতির অফিসে শতাধিক সদস্যের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি বাবু গঙ্গামনি বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

কলারোয়ায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কলারোয়ার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব²চারী হরিদাস ঠাকুরের জন্মভিটায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২১ ও ২২ মার্চ সেখানে ধর্মীয় অনুষ্ঠান সফল করতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী ব²চারী হরিদাস ঠাকুরের জন্মভিটা মন্দিরের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুবল চন্দ্র দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, সকল ইউপি সদস্য, উপজেলা হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, পূজা উদযাপন কমিটির নেতা সন্তোষ পাল, সুনিল সাহা, নিরঞ্জন পাল, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান পলটু প্রমুখ।

কলারোয়া ইক্বরা চাইল্ডে ‘মা’ সমাবেশ
মায়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ‘মা’ সমাবেশ কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শতাধিক মায়ের উপস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটেশন বিষয়ে সমাবেশে আলোচনা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসাদুজ্জামান ফারুকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি প্রভাষক মাও.আমিরুল ইসলাম বিলালী, শহীদুল ইসলাম, আহছানিয়া মিশনের কর্মকর্তা মাজেদুর রহমান, রিতা বিশ্বাস, শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।
কলারোয়ায় ওয়ার্কার্স পার্টির সভা
কলারোয়া উপজেলা ওয়ার্কার্সপার্টির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এমআর ফাউন্ডেশনে অনুষ্ঠিত ওই সভায় দলের উপজেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কাসপার্টি নেতা অধ্যাপক আবুল খায়ের, রুপ কুমার ঘোষ, আজিজুল আনসারী ও আবু হায়াত বাবু প্রমুখ। সভায় সাম্প্রতিক কালে সহিংসতায় ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা প্রকাশ ও জড়িতদের আটকের দাবী জানান বক্তরা।
