মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রব বিশ্বাসের নাম ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলের বাসভবনের এক আলোচনা সভা শেষে আব্দুর রব বিশ্বাসের নাম ঘোষনা করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. কাজী শহিদুল হক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, বুড়িপোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু প্রমুখ।
