নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জে মদ পানে আদিবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের মালারপাড়া(আদিবাসীপাড়া) গ্রামের মৃত মায়শা মার্ডীর ছেলে জুইসকেল মার্ডী(২০) অতিরিক্ত মদ পানের কারনে মারা যায়। জুইসকেল মার্ডীর বড় ভাই বেনেডিক মার্ডী জানান তার ভাই নিয়মিত অতিরিক্ত মদ করে থাকে । শুক্রবার সন্ধ্যায় মদপান করে তার ঘরে থাকা কালীন তার বোন সেরাপিনা তাকে ভাত দিতে গিয়ে তাকে মৃতু দেখতে পান । এ ব্যাপারে শনিবার নবাবগঞ্জ থানায় ১টি ইউ,ডি মামলা হয়েছে।