নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি নন্দীগ্রাম উপজেলা শাখা গঠনের লক্ষ্যে গত ২৩ শে জানুয়ারি সহকারী শিক্ষক রইচ উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নুর-এ-আলম সিদ্দিকী, এসএম মামুন আলম, এনামুল হক জেমস্, হামিদুল কবির, তোফাজ্জল হোসেন সুমিত, শাহজাহান আলী, নুরুজ্জামান, শামছুর রহমান, মিজানুর রহমান, সানাউল বারী অনিক ও দিপু প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নুর-এ-আলম সিদ্দিকী আহবায়ক ও এসএম মামুন আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি নন্দীগ্রাম উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।