মো: শাহ আলম, টাঙ্গাইল: টাঙ্গাইলের সদর উপজেলা গালা ইউনিয়নের সদুলাপুর এলাকায় ২৫ জানুয়ারী শনিবার অভিযান চালিয়ে মডেল থানার পুলিশ ৩ ডাকাতকে আটক এবং ১৫টি গুরু উদ্ধার করে। শুক্রবার জেলার ভূয়াপুর উপজেলার গোবিনদাসী হাট থেকে ব্যবসায়ীরা গুরু কিনে নৌকা করে নিয়ে যাওয়ার পথে ডাকাতরা অস্ত্রের মুখে গরু গুলো ছিনিয়ে নেয় ।এ ঘটনায় টাঙ্গাইল থানায় একটি মামলা হয়। মামলার সূত্র ধরেই পুলিশ অভিযার চালিয়ে ১৫টি গুরু উদ্ধার এবং ৩ ডাকাতকে আটক করে।
টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তাক হেসেন ও আনোয়ার হেসেন সদুলাপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫টি গুরু উদ্ধার এবং ৩ ডাকাতকে আটক করে । এরা হলো, টাঙ্গাইল থানার মগড়া ইউনিয়নের আব্দুস ছামাদ(৩৪) সখিপুর উপজেলার হুমাযুন (২৯) এবং মধুপুর উপজেলার অব্দুল জলিল(৩৭) নামে ৩ ডাকাতকে আটক করা হয়।
