ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈমকে নিয়ে কাজ করার জন্য দলের সাধারন সম্পাদকের প্রতি নির্দেশ দিয়েছেন দলের হাই কমান্ড।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফাকে দেয়া হাই কমান্ডের এক নির্দেশে বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের বিগত ০৬/১২/২০১৩ ইং তারিখের উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়ীত্বপ্রাপ্ত) জনাব আহম্মদ হোসেন সাহেবের সঙ্গে শেরপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় হুইপ জনাব আতিউর রহমান আতিক এমপি এবং আমি বিস্তারিত আলাপ-আলোচনার পর তিনি আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈমকে বহিস্কারের প্রস্তাব এখতিয়ার বর্হিভূত এবং গঠনতন্ত্র বিরোধী। তিনি জনাব এসএমএ ওয়ারেজ নাঈম, সভাপতিকে নিয়ে পূর্বের মত সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার নির্দেশ প্রদান করেছেন। ভবিষ্যতে কোন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কোন প্রস্তাব পাঠানোর পূর্বে জেলা আওয়ামী লীগের মিটিং এ অবশ্যই বিষয়টি উত্থাপন করিতে হইবে এবং এই ধরনের কার্যক্রম না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।