তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ২১-তম জাতীয় টিকা দিবস ও হাম-রুবেলা ক্যাম্পেইনে উপলক্ষ্যে ২৫ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা জিলা স্কুলের ১৫ বছরের কমবয়সী পড়–য়া প্রায় ১ হাজার ৮শ শিক্ষার্থীকে হাম-রুবেলা টিকা দিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন।
এতে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আহামেদ সোহেব সোয়েল। বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সচিব মোঃ ছামছুল আলম, মেডিকেল অফিসার ডা: আব্দুস সামাদ ফকির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা: চিরঞ্জিত দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রেসক্লাবের উর্দ্ধতন সহ-সভাপতি শ্রমিক সম্পাদক শহিদুল হক সেলিম, কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, দৈনিক শ্রমিক এর স্টাফ রিপোর্টার শাহ নেওয়াজ, একুশে সংবাদের কুমিল্লা জেলা প্রতিনিধি অমল মজুমদার, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তরুণ ও সাংবাদিক দিবা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, ৫ম শ্রেণীর সহকারি শিক্ষক মোঃ তাজুল ইসলাম সহ জিলা স্কুল যুব রেড ক্রিসেন্ট দল ও বি.এন.সি.সি।
এদিকে, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এ প্রতিনিধিকে জানান- সিটি কর্পোরেশন এলাকার ১৮টি ওয়ার্ডে ২৫ জানুয়ারি হতে ৩০ জানুয়ারি পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকা দান প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনে অংশ গ্রহণ করার জন্য নগরীর সকল নাগরিকদের প্রতি আহবান জানান তিনি।