কুষ্টিয়া প্রতিনিধি : ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচন কে সমানে রেখে উপজেলা বিএনপি ও জাসদ (ইনু) তাদের সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করেছে। কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম ও কুষ্টিয়া জেলা জাসদ’র সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন। গতকাল পৃথক পৃথক ভাবে দল দু’টি জরুরী সভা ডেকে এ ঘোষনা দেয়। এছাড়াও উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম বাবু’র নাম ঘোষনা করে বিএনপি। অন্যদিকে শুক্রবার পর্যন্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থী পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন উত্তোলন করেছেন।
