শনিবার থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান : চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত
নীলফামারী প্রতিনিধি : শনিবার থেকে শুরু হচ্ছে হাম ও রুবেলা টিকাদান কমৃসূচি। আগামি ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। স্বাস্থ্যকর্মীরা দুই দপায় কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম দফা কাল শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে। পরে ১ ফেব্র“য়ারি হতে ১৩ পেব্র“য়ারি পর্যন্ত বিশেষ টিম স্কুল বিমুখ এমন শিশুদের টিকা দেবেন। বিশেষ করে পথশিশু, কর্মজীবী শিশু, কর্মজীবী মায়েদের শিশুদের বিশেষ টিমের আওতায় টিকা দেযা হবে। রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, পার্ক, ফুটপাথসহ যেসব স্থানে ১৫ বছরের কম বয়সী শিশু থাকতে পারে, সেসব স্থানে বিশেষ টিম কাজ করবে। প্রয়োজনে ন্ধ্যকালীন টিকাদানের ব্যবস্থাও নেয়া হবে।
নীলফামারীর কিশোরীগঞ্জে ১৪ জুয়ারীর কারাদন্ড

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরীগঞ্জে ১৪ জন জুয়ারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার কমল সিংহ রায় ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ সিংগেরগাড়ি গ্রামের জিয়াউদ্দিন জিয়া (২৯), খালেকুজ্জামান (৩০), আলম হোসেন (৪২), শহীদুল ইসলাম (২৮), আজগার আলী (৪৮), আবুল হোসেন (৪০), যাদু মিয়া (২৯), পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের রাজিকুল ইসলাম (২২), লালবাবু (৪০), আজাহারুল ইসলাম (৩৮), হানিফুল (৪০), অলিয়ার রহমান (২৮), মাহাদুল ইসলাম (৩০) ও আলিম উদ্দিন (৩৭)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নীলফামারীতে দরিদ্রদের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ
নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কম্বল বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাতেম আলী, সহকারি পুলিশ সুপার (এএসপি) শফিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গার্লস গাইড দল শীতবস্ত্র বিতরণ করেছে। গাইড দলের সদস্যরা শিক্ষক- শিক্ষার্থী এবং শহরের পাড়া- মহলা ঘুরে গরম কাপড় সংগ্রহ করে ১শ’ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছে।
নীলফামারীতে স্বাস্থ্য বিভাগের প্রেস ব্রিফিং

নীলফামারী প্রতিনিধি : হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে নীলফামারীতে প্রেস ব্রিফিং করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. স্নেহকান্তি চাকমার সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ভবতোষ রায় ও ডা. মিজানুর রহমান বক্তব্য রাখেন।
সিভিল সার্জন জানান, ০-৫ বছরের ২ লাখ ৬৯ হাজার ৪১৬ এবং ৯ মাস থেকে ১৫ বছরের ৭ লাখ ১৮ হাজার ৮৫৯ শিশুকে পোলিও টিকা এবং হাম-রুবেলা ইনজেকশন দেযা হবে।
