ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ নির্বাচিত হওয়ায় ধামইরহাট এম এম ডিগ্রী কলেজে এক আনন্দ উৎসব কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সেই সাথে ধামইরহাট উপজেলা আওয়ামীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান সহ ১৪ দলের উপজেলার সকল নেতাকর্মীরা ব্যাপক আনন্দ উৎসব পালন করেন। এ খবর ছড়িয়ে পড়ার সাথে ধামইরহাট ও পত্নীতলায় এখন চলছে আনন্দের জোয়ার।
