চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাবুগঞ্জ বাজারে অবস্থিত একটি কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে। খবর শুনে চিতলমারী থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ২৩ জানুয়ারী রাতে একদল দুর্বৃত্তরা উপজেলার বাবুগঞ্জ বাজারে একটি কালি মন্দিরের গলা কর্তন করে ফেলে রেখে যায়। পরের দিন সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের সনাক্ত করার জন্য জোর প্রচেষ্টা চলাচ্ছেন।