মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাক-প্রাথমিক পর্যায়ে খাসি শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রমে এ বছরই প্রথম শুধু খাসিভাষায় ২টি নতুন বই ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দিল কারিতাস সিলেট অঞ্চলের আলোঘর প্রকল্প।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার সকাল ১০ টায় পুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়। কুলাউড়া উপজেলার লক্ষীপুর মিশন সম্মেলন কক্ষে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, এটি কারিতাসের অত্যন্ত চমৎকার উদ্দ্যোগ। যা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার রোধে সহায়ক হিসেবে কাজ করবে। অন্যদিকে ক্ষুদে শিক্ষার্থীরা নিজের ভাষায় পড়তে পেরে পড়ায় আগ্রহ বাড়বে।
লক্ষীপুর মিশনোর সহকারী পাল পুরোহীত ফাদার ভ্যালেন টাইন তালাং এর সভাপতিত্বে ও কারিতাস আলোঘর প্রকল্পের টেকনিক্যাল অফিসার শ্যামলকান্তি যোদ্দারের উপস্থাপনায় খাসি ভাষায় পুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাকিব, আদিবাসী নেত্রী বাবলী তালাং, টিলাগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অঞ্জন গে¦াসামী ও খাসি ভাষা উপকরণ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মার্গ্রেট সুমের, আলো ঘর প্রকল্পের শিক্ষা পরিদর্শক মোহাম্মদ আলী সহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠনে সাধারন সম্পাদক বাবলী তালাং বলেন,এ উদ্দোগকে স্বাগত জানাই। এ কাজে বেসরকারী সংস্থার পাশাপাশি সরকার যদি এগিয়ে আসে হবে তবেই পূর্নতা আসবে।
কারিতাস আলোঘর প্রকল্প সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ার বলেন, আমাদের আলোঘর প্রকল্পের ৫টি ফলাফলের মধ্যে এটি একটি। যার ফলে শিশুরা নিজের ভাষায় নিজের মতো করে পড়তে পারবে।
