শ্যামলবাংলা ডেস্ক : পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজ দশম জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৪ জানুয়ারী শুক্রবার দুপুরে সংসদ সচিবালয় ওই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে চিফ হুইপের পাশাপাশি ৫ হুইপ নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে। তারা হলেন শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের সংসদ সদস্য ইকবালুর রহিম, নওগাঁর শহীদুজ্জামান সরকার, মৌলভীবাজারের মোহাম্মদ শাহাব উদ্দিন ও চুয়াডাঙ্গার সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)।
উল্লেখ্য, আ স ম ফিরোজ নবম জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।