তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় সিভিল সার্জন অফিসে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লা সিভিল সার্জন ডা: মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ডা: রাজন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিলা জেলা বিএমএ’র সভাপতি ডা: গোলাম মহিউদ্দিন দীপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন আলহাজ্ব ডা: মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সার্ভেলন্স ডা. চিরঞ্জিত দাস প্রমুখ।
প্রধান অতিথি ডা. দীপু বলেন, আগামী ২৫ জানুয়ারি হইতে ৩০ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা জেলার ১৬টি উপজেলায় হাম-রুবেলা টিকা দান ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকা দান প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনে অংশ গ্রহণ করার জন্য জেলার সকল নাগরিকদের প্রতি আহবান জানান।
অপরদিকে, একই দিন দুপুর ১২টায় কুমিল্লা সিটি কর্পোরেশন মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সচিব মোঃ ছামছুল আলম, মেডিকেল অফিসার ডা: আব্দুস সামাদ ফকির, নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ বলেন- সিটি কর্পোরেশন এলাকার ১৮টি ওয়ার্ডে ২৫ জানুয়ারি হতে ৩০ জানুয়ারি পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকা দান প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনে অংশ গ্রহণ করার জন্য নগরীর সকল নাগরিকদের প্রতি আহবান জানান তিনি।
