সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আওয়ামী লীগ কর্মী এজাহার আলী মোড়ল হত্যাকান্ডে জড়িত সন্দেহে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জানুয়ারী বুধবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের জজ কোর্টের সামনে ঢাকাগামী সংগ্রাম পরিবহন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিবির কর্মীর নাম কামরুল হাসান (১৯)। সে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের খায়ের মোড়লের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কার্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, শিবির কর্মী কামরুল হাসান ঢাকায় যাওয়ার পথে জজকোর্টের সামনে থেকে সংগ্রাম পরিবহন তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়েছে। সে বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের আওয়ামীলীগ কর্মী এজাহার আলী মোড়ল হত্যা মামলার সন্দিগ্ধ আসামি। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে কামরুল হাসান নিজেকে এজাহার মোড়ল হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা-বাসাবাটি খেয়াঘাটের পাশে নিজ দোকানে ঘুমিয়ে ছিল । এসময় জামায়াত শিবিরের লোকজন তাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টায় করে ।পরে এজাহার আলীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ ঘটনায় তার ছেলে ইসমাইল হোসেন বাদী হয়ে পরদিন সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪৫/৫০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
