শ্যামলবাংলা বিনোদন : মুম্বাইয়ে একটি সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার এক প্রতিবেদনে ভারতের প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’ ওই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ফারাহ খানের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ এর শুটিং চলছিল। হঠাৎ সেটের ভারী জিনিসপত্র শাহরুখের ওপর পড়ে গেলে তিনি আঘাত পান। ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেওয়া হয় কিং খানকে।
এদিকে শাহরুখ এখন ভালো আছেন জানিয়ে ফারাহ খান এক বিবৃতিতে বলেছেন, আশা করব খুব শীঘ্রই তিনি আবার কাজ শুরু করতে পারবেন।
প্রসঙ্গত, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন ও বামন হিরানি।