কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শিল্প এলাকায় অবৈধভাবে আবাসন প্রকল্প এলাকা গড়ে তোলার প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। ২২ জানুয়ারী বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবরে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কানাই লাল শর্মা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া পরিবেশ ক্লাবের আহবায়ক মাহমুদ হাসান, পরিবেশ বাাঁচাও আন্দোলন এর সদস্য সচিক হোসাইন মোহাম্মদ সাগর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০লক্ষ মানুষের এই কুষ্টিয়ায় একমাত্র বিসিক শিল্প নগরী এলাকায় একটি অসাধু চক্র ভূমি আইন লঙ্ঘন করে ধানী জমিকে বালি দিয়ে ভরাট করে আবাসন ব্যবসার পাঁয়তারা করছে।
শিল্পাঞ্চল এলাকা থেকে দুরত্বে আবাসন প্রকল্প করার কথা থাকলে তারা তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকল্প গড়ে তোলার অপচেষ্টায় লিপ্ত হয়ে আছে।
তারা আরো বলেন, পরিবেশ ও পৌর আইনকে ভঙ্গ করে পরিবশে অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং পৌরসভার প্রকৌশলী বিভাগের অনুমোদন না করে সম্পূর্ন গায়ের জোরে বেআইনীভাবে অবৈধ আবাসন ব্যবসায় অসৎ উদ্দেশ্যে মরিয়া হয়ে উঠেছে।
এই আবাসন গড়ে উঠলে কুষ্টিয়ার শিল্প ও জনজীবনে বিপর্যয় পড়বে বলে জানান বক্তারা।পরে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপ প্রদান করা হয়।