পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহ্রিয়ার আলম এমপি পুঠিয়ায় বলেছেন, বাংলাদেশের মানুষ যা চায় তা আন্তর্জাতিক ভাবে বাস্তবায়নই হবে তার কাজ। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে পি,এন হাইস্কুল চত্তরে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি ওইকথা বলেন।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৫ এর সংসদ সদস্য আলহাজ আব্দুল ওয়াদুদ দারার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, শেখ মোক্তাদির শরীফ, সাধারন সম্পাদক আঃ মালেক, গোলাম ফারুক প্রমুখ। সংবর্ধনা শেষে প্রতিমন্ত্রী রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের মাজার জিয়ারতে রওয়না হন।
