মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করে পরিস্কার-পরিছন্নতার কাজ উদ্বোধন করেন। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় হাসপাতালের সকল ওয়ার্ড সহ বিভিন্ন স্থান ঘুরে হাসপাতাল প্রাঙ্গন পরিস্কার পরিছন্ন রাখার নির্দেশও দেন তিনি। সরকার মেহেরপুর জেনারেল হাসপাতালটি আড়াইশ বেডের ঘোষনা দিলেও এখন পর্যন্ত তার কোন জনবল না থাকায় ডাক্তার সহ পর্যাপ্ত জনবল নিয়োগের ব্যবস্থা, নার্সিং ইনিস্টিটিউটের কাজ শুরু সহ হাসপাতালের সমস্ত উন্নয়নের আশ্বাস দেন। হাসপাতালের সার্বিক বিষয় উপস্থাপন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস শহীদ ও ভারপ্রাপ্ত ত্বত্তাবধায়ক ডাঃ তাপস কুমার সরকার। এসময় পরিস্কার পরিছন্নতার জন্য ৮জন কর্মী, ডাস্টবিন, ফুলের টব সহ বিভিন্ন সচেতনতামূলক পোস্টার হাসপাতালের বিভিন্ন স্থানে টাঙান হয়।
