সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে পুরোদমে ধুমধামে বোরো ধানের চাষ শুরু হয়েছে। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আাবাদি জমির মাটির উর্বরশক্তি খুব ভালো। তাই নন্দীগ্রাম উপজেলায় বছরে বোরো, আউশ ও আমন ধানের ভালোভাবে চাষাবাদ হয়। এছাড়াও অন্যান্য ফসলেরও ভালোভাবে চাষাবাদও হয়। নন্দীগ্রাম উপজেলার কৃষকরা ধানের চাষাবাদের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। সে জন্য অনেক কষ্ট ও ব্যয়বহুল ইরি-বোরো চাষাবাদ করতেও সবচেয়ে বেশি আগ্রহী। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায়, চলতি ইরি-বোরো মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার ৫ শ’হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হচ্ছে। এতে ১ লাখ ২০ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠের জমিতে পানি সেচ দিয়ে জমি প্রস্তুত করে ধানের চারা রোপণ করার কাজ শুরু হয়েছে। জানুয়ারি মাসের মধ্যেই ৯০ ভাগ জমির ধানের চারা রোপণ কাজ শেষ হয়ে যাবে। বাদবাঁকি জমিতে ধানের চারা রোপণ কাজ ফেব্র“য়ারি মাসের মাঝামাঝি শেষ হয়ে যাবে। ধান উৎপাদনের শস্যভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলায় প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে ধানের বাম্পার ফলন হয়। তাই কৃষকরা আলাহকে স্মরণ করে ধানের চাষাবাদ শুরু করে। উপজেলা কৃষি অফিসার মশিদুল হকের সাথে কথা বললে তিনি বলেন, আমরা ভালোভাবে ফসল উৎপাদনের লক্ষ্যনিয়ে মাঠে অবস্থান করি। উৎপাদন বেশি হলে যেমন কৃষকের লাভ তেমনি দেশেরও লাভ হয়। তাই উৎপাদন বৃদ্ধি করতে আমাদের সবধরণের সহযোগিতা ও প্রচেষ্টা রয়েছে। কৃষকরাও আমাদের সাথে পরামর্শ করে চাষাবাদ করে। আমরা সবাই ভালোটাই আশা করি। আশা করি এবারও ধানের বাম্পার ফলন হবে।