ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে ব্র্যাক পেইস (পোষ্ট প্রাইমারী বেসিক এন্ড কন্টিনিউইং এডুকেশন) প্রকল্পের সহযোগিতায় এবং ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৩ জানুয়ারী সকাল ১০ টায় বিদ্যালয় কক্ষে বিজ্ঞান উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধনকালে ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। ব্র্যাক পেইস এর প্রোগ্রাম অর্গানাইজার শাপলা খাতুন জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা ও তথ্য প্রযুক্তিতে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশ গ্রহণে এটি আয়োজনের উদ্যোগ নেয়া হয়। এ প্রদর্শনী উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনায় অধ্যক্ষ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে অণুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহমান, ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপক মাহবুব আলম ফারুক, বিদ্যালয়েল শিক্ষক আবুল কাশেম এবং বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এ ধরনের প্রদর্শনীর ফলে শিক্ষার্থীদের উপর বাস্তব ও শক্ত বৈজ্ঞানিক প্রভাব ফেলবে বলে বক্তাগন এ উদ্যোগকে সাধুবাদ জানান।
