তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে সরকারি খাসপুকুর দখল নিয়ে এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় তাকে উদ্ধার করতে গেলে জাইদুর ও মর্জিনা নামের দুজনকে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় ওই নারীর স্বামী বাদি হয়ে ১২ জনকে আসামী করে তানোর থানায় ২৩ জানুয়ারী বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরিপেক্ষিতে ওই নারীর লাশ ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ।

জানা যায, উপজেলার বাঁধাইড় ইউপি’র মাড়িয়া জুকারপাড়া গ্রামের ৫৩ শতক সরকারি খাসপুকুর দখলকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে গ্রামবাসির দুপক্ষের মধ্যে বিবাদমান দ্ব›দ্ব চলে আসছিলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাড়িয়া জুকারপাড়া গ্রামের দুটি সমাজের লোকজনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জাকারিয়া মোড়লের সমাজের লোকজন সামশুদ্দিন মোড়লের সমাজের লোকজনকে ঘিরে ধরে হামলা করার চেষ্টা করে। এসময় সামশুদ্দিন মোড়লের লোকজন পালাতে সক্ষম হয়। পরে জাকারিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সামশুদ্দিন মোড়লের বাড়িতে গিয়ে তার স্ত্রী আমেনা বিবিকে (৫০) একা দেখে তাকে দা দিয়ে মাথায় এলোপাথারী কুপিয়ে মারাতœক আহত করে। এসময় জাইদুর ও মার্জিনা নামের দুই ব্যক্তি তাকে উদ্ধার করতে আগাইয়া গেলে তাদেরকেও পিটিয়ে মারাতœক আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদেরকে ভুটভুটি যোগে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। ভর্তি অবস্থায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আমেনা বিবিকে মৃত ঘোষনা করেন। এ নিয়ে আমেনার স্বামী সামশুদ্দিন মোড়ল বাদি হয়ে জাকারিয়া মোড়ল, তোফাজ্জল ও মাহাবুবসহ ১২ জনকে আসামী করে তানোর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন। তবে, এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, ঘটনাটি নিয়ে থানায় হত্যা মামলা অজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
