আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে চারিপাড়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে জাল নিবন্ধন সার্টিফিকেটে চাকুরীর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করেন। ঘটনাটি চাউর হলে বিভিন্ন জাতীয় দৈনিকে ওই শিক্ষকের ভূয়া নিবন্ধনে চাকরীর সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনোয়ার হোসেনকে দায়িত্ব প্রদান করেন।
জানা যায়, চারিপাড়া বালিকা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মৌলভী) শরিফুল ইসলাম ২০০৭ সালে একটি জাল নিবন্ধন সার্টিফিকেট দিয়ে অত্র বিদ্যালয়ে ২০১১ সালের ১৬ মে যোগদান করেন। অভিযোগ রযেছে তার নিবন্ধনটি ভুয়া প্রমানিত হলে কতৃপক্ষের যোগসাযশে তা স্কুলের ফাইল থেকে সরিয়ে ফেলেন।
তবে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম তার নিবন্ধনটি সঠিক বলে দাবী করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম বলেন, আমি প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার অনেক আগে তিনি এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছেন। তার কোন ফাইল বিদ্যালয়ে নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা কামাল বলেন, অভিযুক্ত শিক্ষকের কোন ফাইল পত্র আমার কার্যলয়েও নেই।.খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষক শরীফুল ইসলামের ২০০৭ সালের নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য হওয়ার প্রত্যয়নপত্রটিওে ত্র“টি রয়েছে। অনুসন্ধানে দেখা য়ায়, ওই সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কৃতকার্যদের তালিকায় শরীফুল ইসলামের রোল নম্বর নেই।
এদিকে উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন বিষয়টির তদন্ত শেষে নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর নিকট প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে তিনি বিষয়টির অধিকতর যাচাই বাছাইযের জন্য বেসরকারী শিক্ষক নিবন্ধন কেন্দ্রে পাঠানোর সুপারিশ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, যাচাই বাছাই শেষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
