শ্যামলবাংলা ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে ৩০ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে তারা একসাথে পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা ওই পদত্যাগপত্র জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউিন্সলের সভায় স্থাপত্য ডিসিপ্লিন অনুষদের প্রধানকে আরেক অনুষদের এক শিক্ষক অপমান করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থাপত্য ডিসিপ্লিন অনুষদের শিক্ষকরা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভিসিকে বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত এ বিষয়ে ভিসি কোনো ব্যবস্থা না নেয়ায় ৩০ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেন বলে জানিয়েছেন ড. অনির্বাণ মোস্তফা।