কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক অবহিত করন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় ইউএসআইডির অর্থায়নে এসএমসির সহযোগীতায় কনসার্নড উইমেন ফর ফ্যামেলী ডেভলপমেন্টের উদ্যোগে বহুমূখী জনকল্যান সংস্থার সভা কক্ষে ওই প্রশিক্ষনের আয়োজন করা হয়।

প্রশিক্ষনে লিড সেলস ও কমিউনিটি সেলস এজেন্ট অশংগ্রহন করেন। হতদরিদ্র মা দের প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,প্রজেক্ট ম্যানেজার জহিরুল আলম,এসএমসির কো-অডিনেটার এনামুল হক,মনিটরিং কর্মকর্তা শাহিন হাফিজ ও জেলা টিম লিডার মেজবাহ উদ্দিন প্রমূখ।
