ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুর পৌর শহরে ইটভাটা ও রাইচ মিলের কালো ধোয়াঁয় জনদূর্ভোগ চরমে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ৪:৩৬ অপরাহ্ণ

Jamalpur_District_Map_Bangladesh_0লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : ইসলামপুরে পৌর এলাকায় অপরিকল্পিত ভাবে গড়ে উঠা রাইচ মিল সহ ইটভাটার কালো ধোয়াঁয় জনদূর্ভোগ চরমে পৌছেছে। আজকের দিনের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। কারণ আজকে যাকে আমরা শিশু হিসাবে দেখছি সময়ের অমোঘ নিয়মে আগামীতে সে হয়ে উঠবে দায়িত্বশীল পিতা/মাতা এবং ভবিষ্যত নাগারিক।

Shamol Bangla Ads

জানা গেছে, ইসলামপুর উপজেলার পৌর শহরের অভ্যন্তরে যত্রতত্র ও অপরিকল্পিত ভাবে গড়ে উঠা রাইচ মিলের কালো ধোঁয়ার কারণে প্রায় শত বছরের ঐতিহ্যবাহী ইসলামপুর নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া ফাজিল মাদরাসাসহ প্রায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠান চরম পরিবেশ দূষণের মধ্যে রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী পড়েছে চরম দূর্ভোগে।
ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকায় ১৯১৫ সনে প্রতিষ্ঠিত প্রায় শত বছরের ঐতিহ্যবাহী নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া ফাজিল মাদরাসা রাশেদ মোশারফ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, পশ্চিম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে যত্রতত্র-অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে সওদাগর ইটভাটা সহ ডজন খানেক রাইস মিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দেড় হাজার ও ফাজিল মাদরাসার এক হাজারসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন সহস্্রাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন গড়ে উঠা রাইস মিলের কালো ধোয়াঁয় এসব শিক্ষার্থী শ্বাসকষ্ট, চোখের পিড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ সকল শিক্ষার্থী চরম পরিবেশ দূষণের মধ্যে থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা ও রাইচমিলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না।
৯৮ বছরের ঐতিহ্যবাহী নেকজাহান মডেল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের সীমানা দেওয়াল ঘেষে আল হাফিজ রাইচমিল ও পূর্ব সীমানা দেওয়াল ঘেষে গড়ে উঠেছে আর,কে রাইচ মিল। পরিবেশ অধিদপ্তরের নিয়মানুযায়ী ১০০ ফুট উচ্চতা সম্পন্ন চিমনী থাকার কথা থাকলেও রাইচ মিল গুলো তা মানছে না। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় চলাকালীন সময় আল-হাফিজ ও আর,কে রাইচ মিলের কালো ধোঁয়া সরাসরি নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে চলে আসছে। ধোঁয়ার কারণে বিদ্যালয়ের নিশ্বাস বন্ধ হয়ে আসছে। ধোঁয়ার সাথে তুষের ছাই শিক্ষার্থীদের চোখে লাগছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখের পিড়া হচ্ছে। এছাড়া ইসলামপুর পৌরসভা নাকের ডগায় জন বসতিপুর্ন এলাকায় সওদাগর ব্রিক্সফিল্ড,রাজু অটো রাইচমিল, আঃ হাই-এর অটো রাইচমিল, চাঁন মিয়ার অটো রাইচমিল সহ ১৫-২০টি রাইচ মিল পৌর এলাকার ফাজিল মাদরাসাসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ সহস্্রাধিক শিক্ষার্থীকে চরম দূর্ভোগে ফেলেছে। এসব রাইচ মিল ও ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোন লাইসেন্স নেই বলে একটি জানিয়েছে। পৌর মেয়র আব্দুল কাদের সেক এর নিকট পৌর এলাকায় পরিবেশ বিপর্যয় সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন- ‘পরিবেশ দূষণকারী অবৈধ রাইচ মিল, ইটভাটা,ওয়াডিং ওয়ার্কশপ ও স’ মিল এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!