কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষায় নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীর নাম ফুজাইল খান বলে জানা গেছে। ২২ জানুয়ারী বুধবার সকালে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার সময় নকল করার অভিযোগে তাকে আটক করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভুক্ত ‘জি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে মোবাইলে এসএমএসের মাধ্যমে নকল করছিলেন ফুজাইল।
এসময় হলে দায়িত্বরত শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম তাকে আটক করে।
পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
এদিকে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
ইবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার জানান, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা শেষ করা সম্ভব হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলে জানান তিনি।
