অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে স্থানীয় যুবকরা একটি রাস্তা সংস্কার করেছে। দীর্ঘদিনে রাস্তাটির সংস্কার না হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

জানা গেছে, উপজেলার নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে কালুরপাড় পর্যন্ত সংযোগ রাস্তাটি বিভিন্নস্থানে ভেঙে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হলেও তা সংস্কারের কোনরকম পদক্ষেপ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরা। এতে যাতায়াতকারী জনসাধারণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে পশ্চিমদিকে ছবিখাঁরপাড়, কালুরপাড়, তেতুঁলবাড়িসহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার লোক স্কুল-কলেজ, অফিস ও বাজারে যাতায়াত করলেও সংস্কারের অভাবে জনসাধারণ চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাতে চলতে গিয়ে বিভিন্ন সময় দূর্ঘটনার শিকার হয়েছে পথচারীরা। কয়েক বছর পূর্বে রাস্তাটির কিছু অংশ গৈলা ইউনিয়ন পরিষদ এলজিএসপি’র মাধ্যমে এইচবিবি করালেও ইট চুরি হয়ে ও কয়েকটি স্থানে সড়কের পাশ ভেঙে পরে। স্থানীয়রা এবিষয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে আবেদন করলেও কোন কাজ হয়নি। অবশেষে গ্রামের উদীয়মান তরুণ ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়–য়া যুবকদের উদ্যোগে নেয় গতকাল বৃহস্পতিবার সকালে তারা এই স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু করে। যুবকদের নেতৃত্ব দানকারী মশিউর রহমান সরদার জানান, আমরা রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্নস্থানে ধর্ণা দিয়েও কোন সুফল না পেয়ে নিজেরাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। এই সড়কের দু’তিনটি স্থানে সংস্কার করতে হবে। গ্রামের কতিপয় যুবক অলস সময় নষ্ট করত। তাদের খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত করেছি। সিভিল ইঞ্জিনিয়ার মো. রাসেল সরদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩য়বর্ষের ছাত্র মাসুদ রানা, আগৈলঝাড়া কলেজের ছাত্র নিপু খান, হাসিব খান, দুলাল খান ও দীপু বলেন, আমরা সম্মিলিত উদ্যোগে জনসাধারণের চলাচলের জন্য স্বেচ্ছাশ্রমে রাস্তাটির সংস্কার করতে পেরে নিজেদের গর্বিত অনুভব করছি। ভবিষ্যতেও আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। এলাকার জনপ্রতিনিধিরা কোন ব্যবস্থা না নেওয়ায় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজ। এবিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটির বেহাল অবস্থা সম্পর্কে আমি জানিনা।
