নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ -হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প’র উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের শহীদ তুলশীরাম সড়কের (দিনাজপুর রোড) সংস্থা’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্প’র প্রশাসনিক কর্মকর্তা (এডমিন অফিসার) মো. ইলিয়াস হাসান। এ কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী সদস্য মো. আখতারুল ইসলাম মৃধা, সিনিয়র ক্রেডিট কো-অর্ডিনেটর মো. রবিউল করিম, পিআরপিডি-ডিআই প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার মোস্তাহার-উল আলম প্রমূখ। কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য সংস্থার পিআরপিডি-ডিআই প্রকল্পের ডিজএ্যাবিলিটি ইনকুশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটেটর ( ডিআইআরএফ) মো. শফিকুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্থার ফিন্যান্স কো-অর্ডিনেটর মো. তোফায়েল হোসেন, পিআরপিডি-ডিআই প্রকল্পের সোস্যাল মোবিলাইজার মো. আখতার হোসেন রেজাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন ল্যাম দলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শীতার্ত প্রতিবন্ধী ২’ শতাধিক মানুষের মাঝে নতুন কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও শফিকুল ইসলাম প্রতিবন্ধী মানুষের হাতে ওই কম্বল তুলে দেন।

অপরদিকে নীলফামারীতে হিন্দু সম্প্রদায়ের ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিজিবি-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল রোকনুজ্জহামান এসব কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন রায় উপস্থিত ছিলেন।
