সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম (৪৬) ট্রাক চালক বলে জানা গেছে। ২২ জানুয়ারী বুধবার সকালে ওইসব দূর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল ৭ টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী একটি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আর দুইটি বাস দুই দিক থেকে ট্রাক দুটিকে ধাক্কা দেয়। এতে আহত হয় ট্রাকচালক জাহাঙ্গীর আলম সহ অন্তত ৩ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেবার পথে গুরুতর আহত ট্রাকচালক জাহাঙ্গীর আলম মারা যায়।
অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ জানান, জেলার তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নানগর এলাকায় বুধবার সকাল ৮ টার দিকে আরো দুইটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
