সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন করছেন প্রার্থীরা। বুধবার বেলা ১২টায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদে জাহেদুল ইসলাম ভোলা ও অপরদিকে দুপুর ২.৩০মিনিটে জামায়াত থেকে চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক বেলালুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাঃ আবম আমানুল্লাহ উপজেলা রিটার্নিং অফিসার সালমা খাতুনের কাছ থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন।