ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : শেরপুর জেলার নকলা উপজেলা বাছুর আলগা ব্লকের মাঠ পরিদর্শনে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম বলেন, আঞ্চলিক কৃষি গবেষনা ময়মনসিংহ অঞ্চলে সরিষা, গম, ভূট্টা, বাদাম, আলু চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে ১ কোটি টাকা বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন মাত্র ৭০/৭৫ দিনে সরিষা আবাদ করলে কৃষকের ঘরে ফসল নিয়ে আসে। কৃষকরা আমণ ধান কাটার পর পতিত জমিতে সরিষার আবাদ করে সঠিক সময়ে আবার বোরো ধান রোপন করতে পারে। অতি অল্প সময়ে সরিষা আবাদ করা হয় বলে ইহা খুবই লাভজনক ফসল। বাছুর আলগা ব্লকের চাষী সাজু সাঈদ সিদ্দিকী সরিষা আবাদে মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ জহুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বিশ্বের উন্নত কৃষিতে তাল মিলাতে হলে আমাদের কৃষিমন্ত্রী বেগত মতিয়া চৌধুরীর নিদের্শনায় তৈল ও দানাদার ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে। বারি ১৪ জাতের সরিষার মাঠ পরিদর্শনের সময় শেরপুর কৃষ স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুভাস চন্দ্র দেবনাথ, শস্য উৎপাদন বিশেষজ্ঞ বিলাশ চন্দ্র পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উসমান গণি, কৃষক ও ইউনিয়ন চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মন্ডল উপস্থিত ছিলেন।
