মো: শাহ্ জামাল, জামালপুর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন-বেগম জিয়া বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান। যা কোন দিনও সম্বব নয়। চাতুরী বেগম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। আর জাতীয় নির্বাচন বর্জন করেন। আবার উপজেলা নির্বাচনেও অংশ নেবেন। বিএনপি জামাতের লেজুর দল। জাতীয় নির্বাচনের আগে পাকিস্তানী দল জামাতের নিবন্ধন বাতিল হয়। ফলে জামাত নির্বাচনে অংশ নিতে পারবেনা। পাকিস্তানী মায়ার টানে জামাতের সাথে বেগম জিয়াও নির্বাচন বর্জন করে। নির্বাচন ঠেকাতে মাঠে নামে। ভোট কেন্দ্র পুড়ে দেয়। ভোটারদের মারপিট করে। পেট্রোল বোমা মেরে মানুষ মেরেছে। তারপরও নির্বাচন ঠেকাতে পারেনি। আগামী ৫ বছর আ’লীগকে ক্ষমতা থেকে কেও সরাতে পারবে না। তাই আ’লীগ ক্ষমতায় থাকবে। জামাত বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেনা। বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্বের চেতনাকে লালন করতে হবে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা চান।
তিনি ২২জানুয়ারী জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে গণ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মির্জা আজম মেলান্দহের শেখ ফজিলাতুন্নেছা-মুজিব ফিশারীজ কলেজ সরকারি করণ, গ্যাস সংযোগ, টেক্সটাইল ইন্সটিটিউব, জামালপুরে মেডিকেল কলেজ, মেলান্দহে স্টেডিয়াম মাঠ নির্মাণের প্রতিশ্র“তি দেন।
উপজেলা আ’লীগের আহবায়ক আ: রাজ্জাক সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সভাপতি এডভোকেট বাকিবিলাহ, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সেক্রেটারী ফারুক আহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, এডভোকেট ইসমত পাশা, নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষক লীগ আহবায়ক আশরাফুল ইসলাম তারা, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক আ: কাদের জিলানী প্রমুখ। গণ সংবর্ধনা শেষে কন্ঠ শিল্পী মমতজা বেগম এমপি সঙ্গীত পরিবেশন করেন।