ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঞ্ছারামপুর জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপকের ১৭ বছরের কারাদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৪ ৫:৫৮ অপরাহ্ণ

jail-photo-3_4941_0তাপস চন্দ্র সরকার, কুমিল­া : বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক হিমাংশু রঞ্জন সাহাকে দু’টি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন কুমিল­া স্পেশাল দায়রা জজ আদালত। গত ২২ জানুয়ারি বুধবার দুপুরে এ আদেশ প্রদান করেন কুমিল­া বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবুল হোসেন বেপারী। যাহার স্পেশাল মামলা নং- ৩২/২০০২ইং।
মামলার বিবরণী হতে জানাযায়, ২০০০ সনের ২৮ ফেব্র“য়ারি বাঞ্ছারামপুর জনতা ব্যাংক শাখায় কর্মরত থাকাকালে ৪৭০২/৪৭০৩ একাউন্ট থেকে ৪৭০২ থেকে ১৮,৪০,০০০/=  টাকা হিমাংশু রঞ্জন সাহা, হারুন অর রশিদ ও আক্তার হোসেন আত্মসাত করে। ১৯৮৮ইং সনের ১০ জুলাই তারিখে আসামী হিমাংশু রঞ্জন সাহা দ্বিতীয় কর্মকর্তা’র দায়িত্বে থাকাকালে মোকাদ্দেস মিয়া নামে একটি সঞ্চয়ী ৪৭০২ হিসাব খোলেন। পরবর্তীতে মোকাদ্দেস মিয়া হিসাব খোলার পর জাপান চলে যান। ১২ বৎসর যাবত উক্ত মোকাদ্দেস মিয়া ৪৭০২ হিসাবে ডলারের মাধ্যমে টিটি, ডিডি ও এমটি মাধ্যমে বিভিন্ন সময়ে ডলার প্রেরণ করেন। যাহার পরিমাণ ৩৬,৩৫০ ডলার। দেশী টাকায় ১৮,৪৫,৪৫০/= টাকা জমা হয়। তৎকালীন ব্যবস্থাপক হিমাংশু রঞ্জন সাহা তাহার সর্ম্পকে কোন না জানিয়া টাকা উত্তোলনের জন্য হিমাংশু চেকের জন্য লিখে এবং নিজে চেক ইস্যু করে দেন। আসামীগণ বাঞ্ছারামপুর জনতা ব্যাংক শাখায় কর্মরত থাকাকালে পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত মোকাদ্দেস ব্যতিত অন্য ব্যক্তিকে মোকাদ্দেস সাজাইয়া ৪৭০২ একাউন্ড থেকে ১৮,৪০,০০/=টাকা উত্তোলন করে আত্মসাত করেন। এ ব্যাপারে ২০০২ইং সনের ৫ মে তারিখ মোঃ শহিদুর রহমান এজাহারের প্রেক্ষিতে বি-বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানায় ০২নং মামলা রজু করেন।  পরবর্তীতে ২০০১সালের ৫ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই  মোঃ আবুল কাশেম ঘটনার  তদন্ত ও সাক্ষ্য প্রমানে আসামীগণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বাঞ্ছারামপুর থানায় ৪১নং অভিযোগপত্র দাখিল করেন। ২০০৩ সালের ৪ মে মামলা বিচারে আসিলে ১. হিমাংশু রঞ্জন সাহা, ২. হারুন-অর-রশিদ ও ৩. আক্তার হোসনের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪১৯/৪২০/১০৯ এবং তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারায় অভিযোগ গঠন করা হয়। অতঃপর এ মামলায় রাষ্ট্র পক্ষে ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বি-বাড়ীয়া জেলার নবীনগর থানার মাঝিয়ারা গ্রামের মৃত সুখেন্দ্র চন্দ্র সাহার ছেলে আসামী  হিমাংশু রঞ্ছন সাহা’র বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দন্ড বিধি ৪০৯  ও ১৯৪৭সনের দুর্নীতি দমন আইনের বিধান মতে ১০ বছরের সশ্রমকারাদন্ড এবং ১৯৪৭সনের দুর্নীতি দমন আইনের (৫) ২ ধঅরার বিধান মতে ০৭ বছরের সশ্রম কারান্ড ও আত্মসাতকৃত ১৮,৪০,০০০/= ( আটার লক্ষ চলি­শ হাজার) টাকা জরিমানার দন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন- স্পেশাল পি.পি অ্যাড. মহিউদ্দিন আহমেদ আলম।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!