সুমন মলিক,ভাণ্ডারিয়া : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ৪দিনের সফরে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া ও পিরোজপুরের ভান্ডারিয়া-কাউখালী-জিয়ানগর উপজেলায় আসছেন ২৩ জানুয়ারী বৃহস্পতিবার। তার আগমন উপলক্ষ্যে ভাণ্ডারিয়া ,কাউখালী,জিয়ানগর সহ দক্ষিণ জনপদের বিভিন্ন স্থানে নির্মান করা হচ্ছে তোরন। নব বধূঁ সাজে সাজচ্ছে ভাণ্ডারিয়া। এদিকে আনোয়ার হোসেমন মঞ্জুকে মন্ত্রী করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানীয়ে নির্মানাধীন তোরনে ব্যানার লক্ষ্য করা গেছে। অনেক দক্ষ ও দুরদর্শী এ মন্ত্রীর চার দিনের সফরে তিনি প্রথমে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের যোগদানের পরে পিরোজপুরের,ভাণ্ডারিয়া, কাউখালী জিয়ানগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংবর্ধনায় ফুলের শুভেচ্ছায় শিক্ত হবেন। ফুলেল শুভেচ্ছা জানাতে ভিবিন্ন স্তরের মানুষ উদ্যোগ নিয়েছে বলে আয়োজকদের সুত্রে জানা গেছে। তিনি জেলার ভাণ্ডারিয়া,কাউখালী, ও জিয়ানগর উপজেলার বিভিন্ন স্থানে দুস্থ্য কল্যান সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ , রাস্তার নির্মান কাজ, পলী বিদ্যুৎ লাইনের উদ্বোধন ,উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এ ছাড়াও মজিদা বেগম মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজে ,ভাণ্ডারিয়া বিহারী পাইলট স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তা ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ,অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয়পার্টি(জেপি)ভাণ্ডারিয়া উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে স্ব-স্ব দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হওয়া ছাড়াও ভাণ্ডারিয়া থানা শিশু পার্কে এক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে । এসব স্থানে জাতীয়পার্টি(জেপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ভাণ্ডারিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক জোমাদ্দার,বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম সহ জেপি,যুবসংহতী,ছাত্রসমাজের নেতৃবৃন্দ সফর সঙ্গী হিসেবে থাকবেন বলেও সূত্র জানায়।
