ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে নারীর ক্ষমতায়ন ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ বিষযক সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী সোমবার বিকেল ৩ টায় ধামইরহাট প্রেসক্লাব ভবনে পল্লীশ্রী বালুবাড়ী দিনাজপুরের আয়োজনে ও নওগাঁ ইউনিট এর ব্যবস্থাপনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা অক্সফাম নভীব এর সহযোগিতায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্বে করেন ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক । প্রথমে মাঠ প্রশিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন কর্তৃক ধারনাপত্র পাঠের পর মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম দুলাল,পল্লীশ্রীর, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রপপবানু আখতার, কাউন্সিলর ঝর্ণা বেগম সাংবাদিক মোজাম্মেল হক,আব্দুল আজিজ,আব্দুল্লাহ হামিদী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ,এইচ এম মোস্তফা কামাল বাবু, সাংবাদিক সন্তোষ কুমার সাহা,নুরল ইসলাম, সেলিম রিপন ও আবুমুছা স্বপন। মত বিনিময় সভায় সকলের নিজ নিজ অবস্থান থেকে পারিবারিক নির্যাতন প্রতিরোধে সকলেই একত্বতা ঘোষনা করেন।