ছাতক প্রতিনিধিঃ ছাতকে বিএসটিআই’র এক অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫০হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মেয়াদ উত্তির্ণ পণ্যসামগ্রী, ওজনে কম দেয়া, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও পচা-বাসি খাদ্য দ্রব্য পরিবেশনের অভিযোগে বিসমিলাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ১০হাজার, ফিজা কনফেকশারী ও সুইটমিট থেকে ১০হাজার, ডায়না রেস্টুরেন্ট থেকে ১০হাজার, সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ১০হাজার, সোহানা ডিপার্টমেন্টাল ষ্টোর থেকে ৫হাজার, ফুলকলি সুইটমিট থেকে ৫হাজার ও মুক্তভাবে ধুমপান করার অপরাধে জনৈক ব্যক্তির কাছ থেকে ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিএসটিআই সিলেটের পরিচালক আজিজুল হাকিম, উপজেলা অফিস সহকারি জামাল আহমদ ও থানা-পুলিশ অভিযানে সাথে ছিলেন।
