চুয়াডাঙ্গা প্রতিনিধি : অবৈধভাবে সার গুদামজাত করার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা বাসস্ট্যান্ডের কৃষাণ ট্রেডার্সের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২২ জানুয়ারী বুধবার দুপুর আড়াইটায় দামুড়হুদা উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা যায়, বেলা ১২ টার দিকে দামুড়হুদার ইউএনও’র নেতৃত্বে পুলিশের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে অবস্থিত কৃষাণ ট্রেডার্সে অভিযান চালায়। এ সময় গোডাউন তল্লাশি করে ৩৬০ বস্তা ইউরিয়া সার জব্দ এবং নজরুল ইসলামকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। এরপর অবৈধভবে সার মজুদ রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃশাংশু শেখর বিশ্বাস জানান, প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে আসছে বলে এলাকায় জনশ্রæতি রয়েছে।